জুমবাংলা ডেস্ক : শেরপুরে রাত্রি ওরফে রিতু (১৪) নামের এক স্কুলছাত্রী চিরকুট লিখে আত্মহত্যা করেছে। সদর উপজেলার কুঠুরাকান্দার পশ্চিমপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। রিতু নতুনকুড়ি নামের একটি স্কুলে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করত।
পরিবারের দাবি, স্থানীয় অগ্রদূত স্কুলের নবম শ্রেণির ছাত্র রাশেদ (১৫) প্রেমের ফাঁদে ফেলে রিতুকে একাধিক বার ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। কিন্তু রাশেদ সম্পর্ক অস্বীকার করায় লজ্জায় চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রিতু।
শেরপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন যুগান্তরকে জানান, রিতুর সঙ্গে পূর্বপাড়া এলাকার হারুনের ছেলে রাশেদের প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে একাধিক বার শারিরিক সম্পর্ক হয়। এক পর্যায় রিতু অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রাশেদ সম্পর্ককে অস্বীকার করে। এরপর লজ্জায় চিরকুট লিখে আত্মহত্যা করে রিতু। রাতেই চিরকুটসহ রিতুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চিরকুটে লেখা থেকে জানা গেছে, রিতু ও রাশেদের প্রেমের সম্পর্কের কথা মৌসুমী, মেঘলা, সাজেদা, আজাদ, খুশি, নিশি, শফিক, মোশাররফ ও ময়নালসহ আরও অনেকেই জানতো।
রিতু লিখেছে- রাশেদ আমাকে তিলে তিলে শেষ করে দিল। রাশেদের কারণে আমি আমার জীবন শেষ করে দিলাম। তাকে ক্ষমা না করার জন্য বলা হয়েছে ওই চিরকুটে।
ওসি আরও জানান, স্কুলছাত্রী রিতুর মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।