জুমবাংলা ডেস্ক : সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আজ বুধবার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের বরাত দিয়ে বাসস জানিয়েছে, রাষ্ট্রপতি গতকাল মঙ্গলবার সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। আজ সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হবে।
রাষ্ট্রপতি তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার দোয়া চেয়েছেন বলে জানান জয়নাল আবেদীন।
মোঃ সাহাবুদ্দিন চিকিৎসার জন্য গত সোমবার সিঙ্গাপুর যান। রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।