জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতির ছোট ভাই ও সহকারী একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আজ এক শোক বার্তায় প্রয়াত তিনি মুক্তিযোদ্ধা আবদুল হাই-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সাথে অংশ নিয়ে দেশ মাতৃকার স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রেখেছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবেও তিনি সর্ব মহলে সমাদৃত হয়েছেন। ব্যপক ক্ষমতার বলয়ে থেকেও নিজেকে সৎ ও আদর্শবান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত রেখেছেন মুক্তিযোদ্ধা আবদুল হাই।
রাষ্ট্রপতির ছোট ভাই ও সহকারী একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই-এর মৃত্যুতে একই ভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।