আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনকে বরখাস্ত করেছে ব্রিটিশ সরকার।
বিবিসি জানায়, চীনা জায়ান্ট হুয়াওয়ে কোম্পানিকে ফাইভ জি নেটওয়ার্কের কাজ দেওয়া নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের তথ্য ফাঁসের অভিযোগ ওঠে উইলিয়ামসনের বিরুদ্ধে। যদিও এ অভিযোগ অস্বীকার করেন এ মন্ত্রী।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট জানায়, উইলিয়ামসনের দায়িত্ব পালনের সামর্থ্যের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী টেরিজা মে। তার স্থলে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা বিষয়ক মন্ত্রী পেনি মরডান্ট।
২০১৭ সালে দায়িত্ব নেওয়া উইলিয়ামসনের সঙ্গে বুধবার সন্ধ্যায় এক বৈঠকে বসেন টেরিজা। ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে জানান, তিনি গোপনীয় তথ্য ফাঁস করেছেন। যা করার অধিকার তিনি রাখেন না। এ ব্যাপারে তার কাছে তথ্য রয়েছে।
পরবর্তীতে এক চিঠির মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেন থেরেসা। তবে চিঠির উত্তরে উইলিয়ামসন জানান, তিনি আত্মবিশ্বাসী যে, পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক তদন্ত করা হলে প্রমাণ হয়ে যাবে, তিনি দায়ী নন।
প্রসঙ্গত, হুয়াওয়ের বিরুদ্ধে চীনের পক্ষে গোয়েন্দাবৃত্তির অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কানাডায় আটক হুয়াওয়ে প্রধানের মেয়ে ও কোম্পানির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মেং ওয়ান ঝুকে ওয়াশিংটনের কাছে তুলে দেওয়ার তোড়জোড়ও চলছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কে সৃষ্টি হয় নতুন টানাপোড়েন।
এ ছাড়া টেলিকম খাতে বিশ্বের অন্যতম শীর্ষ কোম্পানি হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার না করার আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এখন চীনা কোম্পানিটিকে কাজ দেওয়ার খবর ফাঁস হলে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে দেয় টেরিজা সরকারকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।