জুমবাংলা ডেস্ক: কারামুক্ত হয়ে রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইলেন মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল।
আজ (১০ এপ্রিল) বিকাল ৪টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি।
কারাগার থেকে বেরিয়ে হৃদয় মণ্ডল সাংবাদিকদের বলেন, ‘আমি রাষ্ট্রের কাছে এখন নিরাপত্তা চাই।’
কেন তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি ঠিক জানি না কী কারণে এমন মামলা দেওয়া হলো। সেটি স্কুলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, রেষারেষি বা প্রাইভেট পড়ানো নিয়ে একদল শিক্ষকের হিংসার কারণেও হতে পারে। আমার মত আর যাতে কেউ এমন পরিস্থিতির স্বীকার না হয়-সেই প্রত্যাশা করছি।’
আজ দুপুর সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়া পাঁচ হাজার টাকা বেল বন্ডে তার জামিন মঞ্জুর করেন। জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পরই মুক্তি পান হৃদয় মণ্ডল। ১৯ দিন পর মুক্তি পেলেন তিনি।
কারাগার থেকে বের হয়ে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
গত সোমবার (৪ এপ্রিল) মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
গত ২২ মার্চ সকালে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠে। এ ঘটনায় বিচারের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে না পেরে প্রধান শিক্ষক আলাউদ্দিন আহম্মেদ পুলিশকে জানান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং শিক্ষক হৃদয় মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ ঘটনায় বিদ্যালয়ের ইলেকট্রিশিয়ান আসাদ বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।