রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন দিতে হবে, যত সময় লাগে লাগুক : মান্না

জুমবাংলা ডেস্ক : নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাতা সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এখন যারা ক্ষমতায় আছে তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ড. ইউনূস বড় মাপের মানুষ। তাদের ওপর আস্থা রাখতে চাই।’ সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জের শহীদ মুগ্ধ চত্বরে নাগরিক ঐক্যের বিজয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যে আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। এ ছাড়া স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন উপজেলা নাগরিক ঐক্যের নেতা আব্দুল বাসেত বাদশা, সাইদুর রহমান সাগর, আরিফ হোসেন, সৈকত হোসেন বিদ্যুৎ, সাজু আলম, এনামুল হক, রশিদুল ইসলাম, মাহবুব মোরশেদ হিরা প্রমুখ।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘রাষ্ট্র সংস্কার করতে এ সরকারের যত সময় লাগে দিতে হবে। এ ছাড়া নতুন বাংলাদেশ গড়তে ক্ষমতা বিকেন্দ্রীকরণসহ সর্বত্র সংস্কার করতে হবে।

আমরা চাই তিন বছর, অন্যরা হয়তো পাঁচ বছর বলতে পারে। কিন্তু উনারা যদি দুই বছরে ভোট দিতে পারে, দিয়ে চলে যাক ভালো কথা। কিন্তু নতুন বাংলাদেশ গড়তে হবে।’ মান্না বলেন, ‘পুলিশকে ঢেলে সাজাতে হবে।

পুলিশকে জনবান্ধব করে তুলতে হবে। পুলিশকে সংস্কার করেই সুষ্ঠু নির্বাচন দিতে হবে। যত দিন সময় লাগে লাগুক। বাংলাদেশকে আবার যারা পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাদের রুখে দিতে হবে।’

তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী একটি বিদ্যুৎ খাত থেকেই ৫০০ কোটি টাকা লুট করেছেন। প্রতিবছর লাখ লাখ টাকা লুট হয়েছে। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

শেখ হাসিনাকে কি দেশে আনা যাবে, ভারতের সাথে চুক্তি কী বলছে?