আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রাস্তার ওপর জরুরি অবতরণ করেছে একটি যাত্রীবাহী ছোট বিমান। নিরাপদে অবতরণ করায় যাত্রীরা অক্ষত আছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৩১ মে) পশ্চিম লস অ্যাঞ্জেলসের একটি ফ্রিওয়েতে এক ইঞ্জিনবিশিষ্ট সেসনা মডেলের বিমানটি জরুরি অবতরণ করে। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েক ঘণ্টার জন্য মহাসড়কটিকে সব ধরনের যান চলাচল বন্ধ রাখে লস অ্যাঞ্জেলস পুলিশ।
অবতরণের পর দমকল বাহিনীর সদস্যরা নিরাপদে বিমানটিকে রাস্তা থেকে সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। তবে ফ্রিওয়ের ওপর বিমানটির জরুরি অবতরণের কারণ এখনো জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।