জুমবাংলা ডেস্ক : রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে আছেন এক পথচারী। আশেপাশের অন্য পথচারীরা পাশ কাটিয়ে চলে যাচ্ছেন যে যার মত। করোনা আতঙ্কে সংজ্ঞাহীন পথচারীকে উদ্ধারে এগিয়ে আসেন নি কেউ। এমন করুণ মুহূর্তে এবারও মানবিকতার হাত বাড়িয়ে দিলেন সাংবাদিক।
সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচা এলাকায় এমনই এক করুণ দৃশ্য ধরা পড়েছে দৈনিক মানবকণ্ঠের প্রধান আলোকচিত্রী জুবায়ের রাকেশের ক্যামেরায়।
রাকেশ জানান, সম্প্রতি ছবি তোলার কাজ শেষে কর্মস্থলে আসার পথে এক ব্যক্তিকে সংজ্ঞাহীনভাবে পড়ে থাকতে দেখেন। পরে এগিয়ে গিয়ে আশেপাশের পথচারীদের ডেকে ওই ব্যক্তির মুখে পানির ছিটা দিলে তিনি উঠে বসেন। সাংবাদিক রাকেশের সহযোগিতায় ওই ব্যক্তিকে স্যালাইন ও খাবার খাওয়ালে তিনি কিছুটা সুস্থ বোধ করে।
এ বিষয়ে জুবায়ের রাকেশ বলেন, আমি কর্মস্থলে যাবার পথে এ দৃশ্য দেখতে পাই। ছবি তুলে তাকে খাবার দেই। পরে এ অবস্থার কারণ জানতে চাইলে ওই ব্যক্তি জানান- কাজ শেষে বাসায় ফেরার সময় হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যান তিনি। এরপর থেকে তার আর কিছু মনে নেই। দুর্বলতা থেকে এমনটি হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, আশেপাশের লোকজন কেউই তার পাশে আসেনি। পরে আমি গিয়ে তাকে পানি খাওয়াই ও কিছু খাবার কিনে দেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।