জুমবাংলা ডেস্ক : টঙ্গীতে বাড়ি থেকে তুলে নিয়ে রাস্তায় ফেলে ছাত্রলীগ নেতাকে বেধম মারধরের অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার ইব্রাহিম সানি গাজীপুর মহানগরীর ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
হামলায় সানির ছোট বোন সোনিয়া আক্তার (১৪), শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাবেক ওয়ার্ড সভাপতি পারভেজ পাটোয়ারি (২৪) ও সিরাজুল ইসলামসহ চারজন আহত হয়েছে।
পরে পুলিশের হেল্পলাইন ৯৯৯-এ ফোন দিলে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান ঘটনাস্থল থেকে আহতদের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় পৃথক দুটি অভিযোগ করা হয়েছে।
আহত ইব্রাহিম সানি জানান, নিশাত মহল্লার ইউনুস আলী স্থানীয় গোলাপ মিয়ার কাছে কিছু টাকা পায়। এ নিয়ে গত শনিবার মিলগেট নিশাত মহল্লায় সালিশি বৈঠক হয়। সালিশ চলাকালে ইউনুস ও গোলাপ মিয়ার মধ্যে হাতাহাতি হলে সেদিন সালিশ স্থগিত করে মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে সালিশ ডাকে।
কিন্তু ব্যবসায়ী বদিউজ্জামান বদি চেয়েছিল সালিশটি তিনি নিজে করবেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে স্থানীয় চুড়ি ফ্যাক্টরির কেয়ারটেকার বদির নেতৃত্বে শাহ আলী (২২), বিপ্লব (২২), শাহেন শাহ (৩০), জাহাঙ্গীর, মিজান, গোলাপ, রানা, সুমনসহ ৩০-৪০ জন সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে ঢুকে ভাংচুর চালায়। আমি বাধা দিলে সন্ত্রাসীরা আমাকে টেনে হেঁচড়ে রাস্তায় ফেলে মারধর করে।
তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আমার বোনের মাথা ফেটে যায়। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি পিটিয়ে সবাইকে আহত করে।
আহত সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বদিউজ্জামান বদির নেতৃত্বে অলিম্পিয়া মার্কেটে আমার জুটের গোডাউনে হামলা ও লুটপাট চালায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করে।
তবে বদিউজ্জামান বদি মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ঘটনার সময় সেখানে ছিলাম না। কে বা কারা করেছে তা জানি না।
৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম বলেন, মঙ্গলবার একটি সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই একটি পক্ষ ছাত্রলীগ নেতা ইব্রাহিম সানিসহ চারজনকে পিটিয়ে আহত করে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।