আন্তর্জাতিক ডেস্ক : গত নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। এবার তাকে ‘টিউবলাইট’ বলে কটাক্ষ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভারতের সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর বিতর্ক চলছে। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার সে বিতর্কে অংশ নিয়েছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর ভাষণের বিরোধিতা করে আজ বৃহস্পতিবার ভাষণ দের রাহুল গান্ধী। এরপরই রাহুলকে ‘টিউবলাইট’ বলে কটাক্ষ করেন মোদি।
সংসদে মোদি বলেন, ‘আমি প্রায় ৩০-৪০ মিনিট ধরে বলছি, কিন্তু সেই কারেন্ট বিরোধী শিবিরে পৌঁছাতে এতক্ষণ সময় লাগল। অনেক টিউবলাইট আছে, যেগুলো জ্বলতে বেশি সময় নিয়ে ফেলে।’ মোদির এই মন্তব্যের পর ভারতের সংসদে হাসির রোল ওঠে। ’
সাম্প্রতিক রাহুল গান্ধীর করা মন্তব্যেরও কড়া সমালোচনা করেন নরেন্দ্র মোদি। দিল্লি বিধানসভার নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী বলেছিলেন, ‘ছয় মাসের মধ্যে আমরা প্রধানমন্ত্রীকে লাঠিপেটা করব। ’
নরেন্দ্র মোদি বলেন, ‘গত ৭০ বছরে কোনো কংগ্রেস নেতা এত স্বনির্ভর ছিলেন না। আমি এক কংগ্রেস নেতার (রাহুল) ইশতেহার শুনলাম। সেই ইশতেহারে বলা হয়েছে, ‘‘আমরা ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে লাঠিপেটা করব।’’ সত্যি বলতে কি, এটা একটি দীর্ঘ প্রক্রিয়া, তাই প্রস্তুতি সারতে ছয় মাস সময় লাগবে।’
তিনি বলেছেন, ‘এক অর্থে ভালো, এই ৬ মাস আমি আরও বেশি করে সূর্য নমস্কার করে নিজেকে তৈরি করে নিতে পারব। আমি নিজেকে গালি-নিরোধ আর ডাণ্ডা-নিরোধ বানিয়ে ফেলতে পারব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


