বিনোদন ডেস্ক : তাকে অনেক ভালো লাগতো। তার জন্যই একটি সিনেমা আটবার দেখেছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সম্প্রতি নিজের এই গোপন ভালোবাসার কথা প্রকাশ্যে এনেছেন সাইফপত্নী। তৈমুরের মা কারিনার ভালোবাসার মানুষ আর কেউ নন, ‘আশিকি’-র অভিনেতা রাহুল রায়।
ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, ‘ডান্স ইন্ডিয়া ডান্স ৭’ চলাকালীন বোবোর গোপন ভালোবাসার কথা জিজ্ঞাসা করা হয়। সেখানেই তার মুখ থেকে রাহুল রায়ের কথা উঠে আসে।
কারিনা বলেন, রাহুলের জন্যই বার বার ‘আশিকি’ দেখেন তিনি। এর পরই বেবো বেগমের গোপন ভালোবাসার কথা উঠে আসে সংবাদমাধ্যমের পাতায়।
সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে র্যাম্প মাতাতে দেখা গেছে কারিনাকে। কখনো লাল পোশাকে আবার কখনো কালো গাউনে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে ফেলেন বেবো। এসবের পাশাপাশি ‘তখত’ এবং ‘আংরেজি মিডিয়াম’ নামে পর পর দুটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
জানা গেছে, করণ জহরের ‘তখত’-এ কারিনা কাপুর খানের সঙ্গে রণবীর সিং, জাহ্নবী কাপুর, ভিকি কৌশলদের স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। অন্যদিকে ‘আংরেজি মিডিয়াম’ সিনেমার শুটিংও কারিনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বলে খবর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।