আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আগামীকাল (বুধবার) তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর শীর্ষ সম্মেলনের অবকাশে ওই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। খবর পার্সটুডে’র।
রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকোভ গতকাল (সোমবার) মস্কোয় বলেছেন, প্রেসিডেন্ট পুতিন তুর্কমেনিস্তানে কাস্পিয়ান সাগর তীরবর্তী পাঁচ দেশের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সেইসঙ্গে তিনি সম্মেলনের অবকাশে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন।
প্রেসিডেন্ট রায়িসি ২০২১ সালের আগস্ট মাসে ক্ষমতা গ্রহণের পর চলতি বছরের ১৯ জানুয়ারি মস্কো সফরে যান এবং রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। ফলে বুধবারের বৈঠক হবে দুই প্রেসিডেন্টের মধ্যে দ্বিতীয় সাক্ষাৎ।
এশকাবাদ সফরে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন প্রেসিডেন্ট রায়িসি। এছাড়া, এসব দেশের অন্যান্য শীর্ষ নেতার সঙ্গেও তার আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে। কাস্পিয়ান সাগর তীরবর্তী পাঁচ দেশ হচ্ছে ইরান, রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও আজারবাইজান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।