স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে বিভিন্ন ছেলেমানুষী কাণ্ড করে বারবার সমালোচিত হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাশাপাশি প্রত্যেক আইপিএল মৌসুমে বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে বচসায় জড়ানো তিনি যেন অভ্যাসে পরিণত করেছেন! এবার কোহলি ঝামেলায় জড়িয়েছিলেন স্বয়ং রিকি পন্টিংয়ের সঙ্গে। আইপিএলের সময় এই ঘটনা ফাঁস না হলেও সম্প্রতি এই ঘটনা প্রকাশ্যে এনেছেন কোহলির জাতীয় দলের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন।
ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন এই কাণ্ড ঘটে। পিঠে ব্যথার কারণে ম্যাচের মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হন দিল্লি ক্যাপিটালসের স্পিনার অশ্বিন। ফলে ম্যাচ আচমকা বন্ধ হয়ে যায়। স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় আম্পায়ারের সঙ্গে কিছু এই বিষয়েই তর্ক বিতর্ক জুড়ে দেন কোহলি। এ সময় রিকি পন্টিং কোহলির আচরণের প্রতিবাদ জানান। তারপর অজি কিংবদন্তির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন কোহলি।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘ওই ম্যাচে দৌড়ানোর সময় আমার পিঠে ব্যথা হচ্ছিল। যে কারণে পরে এমআরআই করাতে হয়েছে। ওই পরীক্ষায় দেখা যায়, আমার স্নায়ুতে সমস্যা আছে। তাই বোলিং করার পর মাঠ ছাড়তে হয়। রিকি যেমন কোনো লড়াই সহজে ছাড়ে না। তারপর ব্যাঙ্গালোর দলকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা বলে, “আমরা মোটেই এরকম নই”। মুহূর্তের উত্তেজনায় এমন ঘটেছিল।’
প্লে অফে অশ্বিন আইপিএলে প্রথমবার কোহলিকে আউট করেন। এ প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘কোহলিকে বল করা সমসময় পছন্দ করি। সে আমার বিপক্ষে সবসময় সতর্ক থাকে। আমাকে কখনই সে উইকেট ছুড়ে দেয়নি। এই বিষয়ে কোহলির মাঝে গর্ববোধও আছে। ২০১৬ সালে কোহলিকে অফ স্ট্যাম্পের বাইরে ফাঁদে ফেলেছিলাম। তবে অঙ্কিত শর্মা ক্যাচ ফেলে দিয়েছিল। তারপর থেকে সবাই আমাকে বলত, কখনো কোহলির উইকেট পাইনি। অবশেষে এবার সেটা পেলাম। ভালো অভিজ্ঞতা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।