জুমবাংলা ডেস্ক : রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির নথিপত্র সোমবার দুদকে জমা দেবে স্বাস্থ্য অধিদপ্তর। নথিপত্র দেখতে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে অনুসন্ধান চালায় দুদকের ৪ সদস্যের একটি দল।
Advertisement
দুদকে জমা দেয়া স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন নথির মূল কপি দেখতে চান দুদকের কর্মকর্তারা। কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং কর্মকর্তাদের সঙ্গে। দুদক কর্মকর্তারা জানান, ১৫ জুলাই রিজেন্ট হাসপাতাল সংক্রান্ত নথিপত্র স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চাওয়া হয়েছিলো।
বেশ কিছু নথি এরইমধ্যে দুদকে পাঠানো হয়েছে। রোববার সরবরাহ করা নথির মূল কপি দেখতে স্বাস্থ্য অধিদপ্তরে যায় দুদকের দল।
পরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির নথিপত্র দুদক কার্যালয়ে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।