গেল কয়েক বছর ধরেই ফ্রিল্যান্সিং ও ঘরে বসে দূরের কাজ বা চাকরি (রিমোট জব) করার ধারণা সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছে। ফ্রিল্যান্স কাজ ও রিমোট জবের মধ্যে কিছু পার্থক্য আছে। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে নিয়মিত কাজ দূরবর্তী কোনো জায়গা থেকে করাকে রিমোট জব বলে। এক কথায় রিমোট জবে আপনি কোনো প্রতিষ্ঠানে কর্মী হিসেবে কাজ করবেন, কিন্তু নিয়মিত অফিসে যেতে হবে না। করোনা মহামারির সময়ে রিমোট জবের বিকাশ বড় আকারে দেখা যায়।
আপনার স্কিল দিয়ে কী কী জব করা যায় সেগুলো আগে খুঁজে বের করুন। আর আপনার স্বপ্নের জবে জয়েন করার জন্য কী কী স্কিল প্রয়োজন তা এক জায়গায় নোট করে রাখুন। এরপর নিজেকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে ওই স্কিলগুলো অর্জন করুন।
কোভিডকালীন রিমোট জব বা হোম অফিসের ভালোই প্রচলন শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও এখনো অনেক প্রতিষ্ঠান রিমোট চাকরির সুবিধা রেখেছে। এর মাধ্যমে আপনি শুধু দেশীয় কোম্পানি নয়, বরং আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী হয়ে থাকেন তবে আপনি ঘরে বসেই উচ্চ বেতনে বাইরের দেশের কোনো কোম্পানিতে পারমানেন্ট চাকরি করতে পারবেন।
একজন মানুষ অনেক কিছু নাই জানতে পারেন। কিন্তু আমাদের প্রফেশনাল ক্যারিয়ারে আমাদের অনেক সময় বেশ চ্যালেঞ্জিং অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। ফলে কোনো বিষয়ে আমাদের জ্ঞান না থাকলেও সমস্যা সমাধানের খাতিরে আমরা সেই বিষয় নিয়ে জানা শুরু করি।
ধরা যাক আপনি একটি কোম্পানিতে ম্যানেজমেন্টের কাজে আছেন। এখন আপনাকে এমন একটি কাজ দিয়ে দিলে যেটায় কপি রাইটিং আছে। এখন আপনি কপি রাইটিং পারেন না বলে কাজ ছেড়ে দেবেন? মোটেও না! বরং কপি রাইটিং স্কিল শিখে সে কাজটা করবেন। এতে করে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টও হবে এবং স্কিল গ্যাপও কমে যাবে।
আমরা সবাই সব সময় বর্তমানের চেয়ে ভালো জায়গায় যেতে চাই। শুধু ইচ্ছা পোষণ করলেই হবে না, তা নিয়ে কাজও করতে হবে। জবে প্রমোশন চায় না, এমন একজন লোকও খুঁজে পাওয়া যাবে না। বরং সবারই চেষ্টা থাকে কত দ্রুত প্রমোশন পাওয়া যায়। নিজের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করে ফেলবেন।
এবং আপনি যেই পদে যেতে চান তার জন্য কী কী দক্ষতা প্রয়োজন তা খুঁজে বের করুন। এরপর সেগুলো অর্জনের প্রস্তুতি নিন। মনে রাখবেন, চাকরিক্ষেত্রে তারই উন্নতি হয় যিনি নিজে কাজ জানেন, কাজ করেন, অন্যকে সাহায্য করেন, অন্যকে কাজ শেখান এবং অন্যের কাছ থেকে কাজ আদায় করে নিতে পারেন।
আপনার কাছে একজন আদর্শ নেতার গুণাবলি কী কী? আপনি যেমন মেন্টর চেয়েছিলেন, তেমন মেন্টর কি পেয়েছেন? নিজে যদি তেমন মেন্টর পেয়ে থাকেন, তাহলে তো খুবই ভালো। আর যদি না পান? তাহলে নিজেই সেরকম লিডার হয়ে উঠুন। এমন লিডার হোন যাকে আপনি নিজের আদর্শ মেনে চলতেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।