লামিনে ইয়ামালের চোখ ধাঁধানো এক অ্যাক্রোবেটিক গোল এবং দানি ওলমো ও রাফিনহার লক্ষ্যভেদে রিয়াল ওভিয়েদোকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এই দাপুটে জয়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা রিয়াল ওভিয়েদো প্রথমার্ধে বার্সাকে বেশ হতাশ করেছিল। এমনকি বিরতির আগে ওভিয়েদোর ইলিয়াস চাইরা ও হাইসেম হাসানের কিছু আক্রমণ বার্সা গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে পরীক্ষায় ফেলেছিল। তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় কাতালানরা। ৫২ মিনিটে ১৬ গজ দূর থেকে কোণাকুণি শটে বার্সাকে লিড এনে দেন দানি ওলমো। ৫৭ মিনিটে ওভিয়েদো ডিফেন্ডারের দুর্বল ব্যাকপাসের সুযোগ নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চমৎকার চিপ শটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা।
মানবতাবিরোধী অপরাধ: হাবিবসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার রায় আজ
ম্যাচের ৭৩ মিনিটে ওলমোর ক্রস থেকে ডি-বক্সের প্রান্তে বল পান ১৮ বছর বয়সী ইয়ামাল। তার দুর্দান্ত অ্যাক্রোবেটিক ফিনিশিং গোলরক্ষক এসকান্দেলকে পরাস্ত করে জালে জড়ালে বড় জয় নিশ্চিত হয় বার্সার।
আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে হারের ধাক্কা সামলে এই জয়ে ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


