রিয়েলমি তাদের বহুল কাঙ্ক্ষিত GT Neo 5 স্মার্টফোনটি ফেব্রুয়ারির ৯ তারিখে সবার সামনে উন্মোচন করে। এই স্মার্টফোনটির সবথেকে আকর্ষণীয় ফিচার হচ্ছে ১ টেরাবাইট স্টোরেজ ব্যবহার করা যাবে ও মাত্র ৮০ সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ২০ শতাংশ পর্যন্ত ডিভাইসকে চার্জ করে ফেলতে সক্ষম।
রিয়েলমি এর নতুন ডিভাইসে এমোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে ১২৪০ গুন ২৭৭২ পিক্সেল। স্মার্টফোনটিতে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটিতে এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকবে। realme এর ৪.০ ইউজার ইন্টারফেস সিস্টেম নতুন ফোনে ব্যবহার করা হয়েছে।
রিয়েলমি এর হ্যান্ডসেটটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাসে জেন ওয়ান চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টোবর প্রসেসর। পাশাপাশি এখানে Adreno 730 গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটিতে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকবে। তবে ১২ জিবি র্যাম ও ১৬ জিবি র্যামের ভেরিয়েন্টের স্মার্টফোন মার্কেটে অ্যাভেলেবল থাকবে।
রিয়েলমি GT Neo 5 হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল। ক্যামেরাটির অ্যাপাচার হচ্ছে ১.৯। পাশাপাশি স্মার্টফোনের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইন্সটল করা হয়েছে। এটির অ্যাপাচার হচ্ছে ২.৫।
ফোরকে রেজুলেশন বজায় রেখে ভিডিওগ্রাফি করা সম্ভব হবে। লিথিয়াম আয়নের 5000 মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
রিয়েলমি এর নতুন স্মার্টফোনটির দাম হবে ৩৪০ ইউরো। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ডিভাইসটির দাম হবে ৩০ হাজার রুপি ও বাংলাদেশের মুদ্রায় এটির দাম হবে ৩৯ হাজার টাকা। এটির ব্যাটারি এতটাই শক্তিশালী যে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হতে মাত্র চার মিনিট সময় নিবে। আর দশ মিনিট শেষ হওয়ার আগেই ফুল চার্জ হওয়া সম্পন্ন হয়ে যাবে।
রিয়েলমি GT Neo 5 হ্যান্ডসেটের একটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এখানে ১৪৪ হার্জের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ১৫০০ হার্জের টাচ সেম্পলিং রেটের অপশন দেওয়া হয়েছে। যারা নিয়মিত গেমিং করেন তাদের জন্য এট বেশ উপযুক্ত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।