সামনে রিলিজ হতে যাওয়া যে স্মার্টফোন নিয়ে কাস্টমারদের মধ্যে সবথেকে বেশি আগ্রহ এবং উদ্দীপনা কাজ করছে সে তালিকায় উপরের দিকে আছে Samsung Galaxy Z Fold4। কেননা আপনি যদি স্মার্টফোন বা ভাঁজযুক্ত হ্যান্ডসেট ব্যবহার করতে চান তাহলে হয়তো এর থেকে আর কোন বেস্ট অপশন আপনার কাছে নাও থাকতে পারে। তবেSamsung Galaxy Z Fold4 এর জন্য সব থেকে ইতিবাচক খবর হচ্ছে এটি FCC certification অর্জন করতে পেরেছে।
FCC certification হচ্ছে যুক্তরাষ্টের একটি সরকারি প্রতিষ্ঠান। Federal Communications Commission এর অধীনে এটি কাজ করে। স্মার্টফোন, রেডিও, টেলিভিশন, ডিজিটাল ক্যামেরা ডিভাইস ইত্যাদি পরীক্ষা করা হয়ে থাকে এবং সেসব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তাদের এই সার্টিফিকেট দেওয়া হয়।
তারা মূলত পরীক্ষা করে দেখে যে ডিভাইস থেকে এমন কোন রেডিয়েশন উৎপন্ন হয় কিনা যেটা মানব দেহের জন্য ক্ষতিকর। যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া না যায় তাহলে সে ডিভাইস আমেরিকার বাজারে প্রবেশ করতে পারবে না। উল্লেখ্য যে এফসিসি সার্টিফিকেশন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই প্রযোজ্য হয়। অন্য দেশে এ ধরনের সার্টিফিকেটের প্রয়োজন হয় না।
Samsung Galaxy Z Fold4 আগস্ট মাসের ২৬ তারিখে বিশ্বব্যাপী রিলিজ হতে যাচ্ছে। আমেরিকায় এই মডেলের নাম হবে SM-F936U। নেটওয়ার্ক উন্নত করার জন্য কোয়ালকমের স্মার্ট ট্রান্সমিট ফিচার ব্যবহার করা হবে।
এই ডিভাইসে টুজি থেকে শুরু করে ফাইভ-জি পর্যন্ত সকল নেটওয়ার্ক সাপোর্ট করবে। সাথে ওয়াইফাই এর জন্য সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে। এফসিসি এর তৈরি করা রিপোর্টে বলা হয় ডিভাইসের স্টাইলাশ পেন যুক্ত করা হবে যা আগের ভার্সনেও ছিল।
এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে কোয়ালকমের এইট প্লাস জেন ওয়ান চিপসেট ব্যবহার করা হয়েছে। সাথে ১২ জিবি র্যাম থাকবে। এর আগে বল হয়েছিল স্টোরেজ হিসেবে এক টেরাবাইটের বিশাল জায়গা থাকতে পারে তবে সেটি গুজব বাদে কিছু নয়। সম্ভাবনা আছে এটির ব্যাটারি সক্ষমতা হবে ৪৪০০ মেগাহার্জ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।