মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং সহায়ক নয়, এমন স্পিনপ্রধান উইকেটে রান তুলতে প্রথমদিকে বেশ কষ্ট করতে হয় টাইগার ব্যাটারদের। তবে শেষ দিকে রিশাদ হোসেনের ঝড়ো ইনিংসে দুইশ পার করে দল।

৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২১৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন সৌম্য সরকার। ইনিংসের শেষভাগে ৯ নম্বরে নেমে রিশাদ খেলেন মাত্র ১৪ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস, যেখানে ছিল চারটি ছক্কা ও দুটি চার।
টপ অর্ডারে ব্যর্থ ছিলেন সাইফ হাসান (৬), তাওহিদ হৃদয় (১২), নাজমুল হোসেন শান্ত (১৫) ও অঙ্কন (১৭)। সৌম্য ৮৯ বলে ৪৫ রান করে আউট হওয়ার পর ১০৩ রানে পড়ে পঞ্চম উইকেট।
সাতে নেমে কিছুটা প্রতিরোধ গড়েন নাসুম আহমেদ (১৪) ও পরে নুরুল হাসান সোহান (২৩)। শেষ দিকে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৫৮ বলে অপরাজিত ৩২ রান করে রিশাদকে সঙ্গ দেন।
শেষ চার ওভারে রিশাদের ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ৫০ রানের বেশি যোগ করে দুইশর ঘর পেরোয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।