সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে বড় অবদান রিশাদ হোসেনের। একাই ৬ উইকেট পেয়েছেন তিনি। যা তার ক্যারিয়ার সেরা। একই সঙ্গে কোনো বাংলাদেশি স্পিনারেরও ওয়ানডেতে সেরা বোলিং ফিগারও এটি।
ম্যাচসেরার পুরস্কারও জেতেন রিশাদ। পুরস্কার নেওয়ার সময় রিশাদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, দলের জন্য অবদান রাখতে পেরেছি। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। ওরকম চিন্তা করিনি। চিন্তা করেছি আমার নিজের প্রক্রিয়ার মধ্যেই থাকতে।’
নিজের লক্ষ্য নিয়ে রিশাদ বলেন, ‘ওরা সুন্দর ব্যাটিং করছিল। চেষ্টা করছিলাম হতাশ না হয়ে ধৈর্য রাখার, সুযোগ এলে কাজে লাগানোর। আমরা ১১ জনেরই বিশ্বাস ছিল যেকোনো মুহূর্তে কামব্যাক করতে পারব। কৃতিত্ব একাদশের সবার।’
ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ বলেন, ‘গত কয়েক ম্যাচ ধরেই আমরা ভালো খেলছিলাম কিন্তু জিততে পারছিলাম না। আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানোর মতো দল আমরা। ছেলেরা আজ দারুণ খেলেছে। সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজ বেশি হচ্ছে, ওয়ানডে তেমন হচ্ছে না। এখন ওয়ানডেও খেলছি।’
মাঝ আকাশে বিমানের মধ্যে কোন শিশুর জন্ম হলে তার নাগরিকত্ব কোন দেশের হবে
‘শান্ত-হৃদয়কে কৃতিত্ব দিতে হবে। মিডল অর্ডারে অভিষিক্ত অঙ্কন ঠাণ্ডা মাথায় শান্ত থেকে খেলেছে, পরিস্থিতি অনুযায়ী। রিশাদ গ্রেট নক খেলেছে। এটাই এ বছর সর্বশেষ ওয়ানডে সিরিজ। তবে আগামী বছর অনেক ওয়ানডে সিরিজ আছে। পজিটিভ ক্রিকেট খেলতে হবে আমাদের। রান করতে হবে। রান এলে যেকোনো ম্যাচ জিতব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।