বিনোদন ডেস্ক : গত বছরের ডিসেম্বরে বিয়ে করেছিলেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি আর বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিত মিথিলা।
আর গতকাল ২৯ ফেব্রুয়ারি সৃজিত-মিথিলার রিসেপশনের অনুষ্ঠান হলো কলকাতায়।
বিয়ে সাদামাটা হলেও জমজমাট রিসেপশনের আয়োজন করেন সৃজিত-মিথিলা।
রিসেপশন অনুষ্ঠানে বাংলাদেশ থেকে মিথিলার বাবার বাড়ির পক্ষের লোকজন ছাড়াও নামিদামি অনেকেই উপস্থিত ছিলেন।
অতিথিদের তালিকায় ছিলেন সৌরভ গাঙ্গুলী। ব্যস্ততার ফাঁকে মিথিলা-সৃজিতকে আশির্বাদ করতে হাজির হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
রিসেপশনে এসেছিলেন টালিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী প্রসেনজিৎ ও ঋতুপর্ণা।
এ দিন রাহুল-সন্দীপ্তাকে একসঙ্গে পার্টিতে আসতে দেখা যায়। অন্যদিকে প্রিয়াঙ্কা পার্টিতে আসেন তথাগতের সঙ্গে।
প্রসঙ্গত দীর্ঘ ১১ বছর মিথিলার সঙ্গে সংসারের পর ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন তাহসান-মিথিলা জুটি।
এরপর ২০১৯ সালের ৬ ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।
সৃজিতকে বিয়ের আগে অবশ্য নাট্যনির্মাতা ফাহমির সঙ্গে বেশকিছু অন্তরঙ্গ সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।