নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে একটি রিসোর্ট থেকে চারটি মায়া হরিণ ও ৫৬টি চিত্রা হরিণের শিং জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার ভাংনাহাটি গ্রামের ‘গ্রিন ভিউ গলফ রিসোর্ট’ থেকে হরিণ ও শিংগুলো জব্দ করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই রিসোর্টে অভিযান চালিয়ে চারটি মায়া হরিণ ও ৫৬টি চিত্রা হরিণের শিং জব্দ করা হয়। পরে উদ্ধার মায়া হরিণ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়।
এ সময় জুনিয়র ওয়াইন্ড লাইফ স্কাউট সাদেকুল ইসলাম, বন কর্মকর্তা হাসান আল তারেক, ঢাকা বিভাগের রেঞ্জ কর্মকর্তা মীর বজলুর রহমান উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।