স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’ থেকে বিদায় নিয়েছে পিএসজি। সান্তিয়াগো বার্নাব্যুতে কাল দ্বিতীয় লেগের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে হ্যাট্রিক করেছেন করিম বেনজেমা। কিন্তু এই ফ্রেঞ্চম্যানের প্রথম গোলটি ফাউল ছিল এবং রেফারি তা এড়িয়ে গেছে বলে সমালোচনা করেছেন পিএসজি কোচ মরিসিও পোচেত্তিনো। একইসাথে তিনি বলেছেন ঐ গোলেই ম্যাচের পুরো পরিস্থিতি পাল্টে গেছে।
আগের লেগে নিজেদের ঘরের মাঠে ১-০ গোলে জয়ের পরে কালও প্রথম গোলটি করেছিল পিএসজি। সে কারনে দুই লেগ মিলিয়ে ২-০ গোলে এগিয়ে অনেকটাই স্বস্তিদায়ক পরিস্থিতিতে চলে যায় প্যারিসের জায়ান্টরা। কিন্তু ৬১ মিনিটে বেনজেমার ঐ গোলের পর পুরো ম্যাচটি নাটকীয়তায় পরিনত হয়। পিএসজির গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমার কাছ থেকে বল কেড়ে নেবার প্রচেষ্টায় বেনজেমা ফাউল করেছেন বলে দাবী পোচেত্তিনোর। ঐ ফাউলে পিএসজিকে ফ্রি-কিক দেবার পরিবর্তে মাদ্রিদকে গোল উপহার দেয়া হয়।
ম্যাচ শেষে পোচেত্তিনো বলেছেন, ‘পুরো ঘটনাটিকে সহজেই ব্যাখ্যা করা যায়। ডোনারুমাকে প্রথম গোলটির আগে ফাউল করা হয়েছিল। রেফারির এই ধরনের বড় ভুল কোনভাবেই মেনে নেয়া যায়না। এটাকে আমি কোনভাবেই ক্ষমা করতে পারছিনা। আমি বুঝতে পারছিনা রেফারি কেন ভিএআর’র সহায়তা নিলনা। ঐ গোলের পর থেকেই সবকিছু পরিবর্তিত হতে শুরু করে। আমাদের খেলোয়াড়রা হতাশ হয়ে পড়ে।’
যদিও বেনজেমা মনে করেন এখানে ফাউলের কোন প্রশ্নই আসেনা। ডোনারুমা বলটি ধরতে ব্যর্থ হয়েছে এই সুযোগটি কাজে লাগিয়ে গোল এসেছে।
পিএসজির কাছে এখনো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা অধরাই রয়ে গেছে। লিগ ওয়ানে ১৩ পয়েন্টে সুস্পষ্ট ব্যবধানে টেবিলের শীর্ষে থাকলেও পোচেত্তিনোর ভবিষ্যত এখন শঙ্কার মধ্যেই পড়লো। ২০১৯ সালে ফাইনালে টটেনহ্যামের কোচ হিসেবে লিভারপুলের কাছে পরাজিত হয়ে তাকে হতাশ হতে হয়েছিল। হতাশ পোচেত্তিনো বলেছেন, ‘মৌসুমের বাকি সময়টা বেশ কঠিন হয়ে যাবে। দীর্ঘ সময় ধরে চ্যাম্পিয়ন্স লিগটাই পিএসজির মূল লক্ষ্য ছিল। এটা সবাই জানে। আমরা বুঝতে পারছি সমর্থকরা কতটা হতাশ হয়েছে।’
চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ের লক্ষ্যে গত মৌসুমে লিওনেল মেসিসহ বেশ কয়েকজন তারকাকে দলে ভিড়িয়েছে পিএসজি। যাদের মধ্যে রয়েছেন আর্চাফ হাকিমি, ডোনারুমা ও সার্জিও রামোস।
ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেছেন, আমাদের নিজেদের ওপর বিশ্বাস ছিল। আমাদের অবশ্যই নিজেদেও ভুলগুলো ও একইসাথে সমস্যাগুলোও মেনে নিতে হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।