স্পোর্টস ডেস্ক : গত মৌসুমটা ভুলে যাওয়ার মতোই কেটেছে রিয়াল মাদ্রিদের। লা লিগায় চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে থেকে মৌসুম শেষ করেছে রিয়াল। শুধু লা লিগা নয়, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, স্প্যানিশ কাপ, ক্লাব বিশ্বকাপ থেকেও খালিহাতে ফিরতে হয়েছে স্পেনের সফল ক্লাবটিকে। মোটকথা, গত মৌসুমটা অনেকটা খালিহাতেই শেষ করতে হয়েছে রিয়ালকে। এবারের শুরুটাও ভালো হলো না।
গতকাল প্রাক মৌসুমে প্রথম ম্যাচ খেলেছে রিয়াল, প্রতিপক্ষ ছিলো বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টদের বিপক্ষে কাল ৩-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।
১৫, ৬৭ ও ৬৯ এই তিন সময়ে গোল করে প্রথমে ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল। ৮৪ মিনিটে ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড নজরকাড়া এক ফ্রি-কিকে রিয়ালের পক্ষে একমাত্র গোলটি করেছেন।
এই হারের চেয়েও বেশি আলোচনা ছড়াচ্ছে গ্যারেথ বেলকে না খেলানো। প্রথমে বলাবলি হচ্ছিল, ইনজুরির কারণে খেলানো হচ্ছে না বেলকে। কিন্তু ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান সাফ জানিয়ে দিলেন, ইচ্ছা করেই খেলানো হয়নি বেলকে।
বেলকে অনেক আগ থেকেই অপছন্দ জিদানের। সেই অপচ্ছন্দকে গুরুত্ব দিয়ে ওয়েলস তারকাকে বিক্রি করে দিচ্ছে রিয়াল মাদ্রিদ। অল্প কদিনের মধ্যেই সেই বিক্রি প্রক্রিয়া শেষ হবে বলেই তাকে খেলানো হয়নি।
ম্যাচ শেষে জিদান বলেন, ‘বেল খেলেনি কারণ সে শিগগিরই ক্লাব ছাড়বে। সেটি কালকে হলেই ভালো। আমারও আশা করি, সে দ্রুতই ক্লাব ছাড়ুক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।