স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রীজে আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচের জন্য চেলসিকে টিকিট বিক্রির অনুমতি দিয়েছে ব্রিটিশ সরকার। এর আগে বলা হয়েছিল ম্যাচটি দর্শকশুন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই অনুমতি চেলসির পুরুষ ও নারী উভয় দলের জন্যই প্রযোজ্য হবে।
চেলসি সমর্থকদের জন্য প্রিমিয়ার লিগের ম্যাচের এ্যাওয়ে টিকিটও ক্রয় করা যাবে। একইসাথে স্ট্যামফোর্ড ব্রীজের এ্যাওয়ে ম্যাচের জন্য অন্য ক্লাবগুলোর সমর্থকরাও টিকিট ক্রয় করতে পারবেন। ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারনে চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচের সমস্ত সম্পত্তি জব্দ করার ঘোষনা দিয়েছে ব্রিটিশ সরকার। এ কারনেই চেলসির মাঠে বিক্রিত টিকিটের অর্থ পুরোটাই প্রিমিয়ার লিগের কোষাগারে জমা হবে, এতে ব্লুজরা কোন লভ্যাংশই পাবেনা। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।