স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডের নিয়নে আজ শুক্রবার (১৮ মার্চ) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠেছিল বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। এবার সেই ক্লাব দুটি মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিও পেয়েছে শক্ত প্রতিপক্ষ। লড়তে হবে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।
এবার প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল। পিএসজির বিপক্ষে তাদের মাঠে এক গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ম্যাচের শুরুতেও এক গোল হজম করে দলটি। এরপর ১৭ মিনিটের ঝড়ে তিনটি গোল দিয়ে টিকে থাকে রিয়ালই। অন্যদিকে লিলেকে দুই লেগেই হারিয়ে শেষ আটে ওঠে চেলসি।
আর প্রথমবারের মতো ক্রিস্তিয়ানো রোনালদোর দলকে হারিয়ে এবার পরের রাউন্ডে উঠেছে দিয়াগো সিমিওনির অ্যাতলেতিকো। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় তারা। তাদের প্রতিপক্ষে স্পোর্টিং লিসবনকে হারিয়ে শেষ আটে ওঠা ম্যানচেস্টার সিটি।
তবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তারা পেয়েছে এবার চমক দেখানো স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে। এবার জুভেন্টাসকে বিদায় করে শেষ আটে নাম লিখিয়েছে ভিয়ারিয়াল। আরেক ইংলিশ ক্লাব লিভারপুলেরও সে তুলনায় সহজ প্রতিপক্ষ মিলেছে। তারা লড়বে বেনফিকার বিপক্ষে। শেষ আটে আয়াক্স হারায় দলটি।
প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বিজয়ী দলদুটি লড়বে সেমি-ফাইনালে। অর্থাৎ চেলসি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে লড়াইটা হবে ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে।
আর তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনাল জয়ী ক্লাবটি দুটি লড়বে দ্বিতীয় সেমি-ফাইনালে। অর্থাৎ ভিয়ারিয়াল ও বায়ার্ন মিউনিখ ম্যাচের জয়ী দলের সঙ্গে লড়াই হবে বেনফিকা ও লিভারপুল ম্যাচের জয়ী দলের সঙ্গে।
কোয়ার্টার-ফাইনাল:
প্রথম কোয়ার্টার-ফাইনাল: চেলসি-রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় কোয়ার্টার-ফাইনাল: ম্যানচেস্টার সিটি-অ্যাতলেতিকো মাদ্রিদ
তৃতীয় কোয়ার্টার-ফাইনাল: ভিয়ারিয়াল-বায়ার্ন মিউনিখ
চতুর্থ কোয়ার্টার-ফাইনাল: বেনফিকা-লিভারপুল
সেমি-ফাইনাল:
প্রথম সেমি-ফাইনাল: প্রথম কোয়ার্টার-ফাইনাল বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ার্টার-ফাইনাল বিজয়ী
দ্বিতীয় সেমি-ফাইনাল: তৃতীয় কোয়ার্টার-ফাইনাল বনাম চতুর্থ কোয়ার্টার-ফাইনাল বিজয়ী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।