বিনোদন ডেস্ক : রিয়েলিটি শোতে নায়ক-নায়িকারা কে কত টাকা নেন? নায়ক-নায়িকাদের বিলাসিতার কথা কে না জানে? ছুটি কাটাতে আজকাল মালদ্বীপে যান বলিউডের তারকারা। থাকেন নীল পানির মাঝখানে ভাসমান দামি রিসোর্টে। কোনোটার এক দিনের ভাড়া আড়াই লাখ টাকা, কোনোটা পাঁচ লাখ। দিন দশেকের ছুটি মানে আধা কোটির ধাক্কা। কোথায় পান এত টাকা বলুন তো?
শুধু বেড়ানোই না তারকাদের দামি শখের শেষ নেই। কেউ হয়তো শখ মেটাতে ঘড়ি কিনলেন ২২ লাখ টাকা দিয়ে। কেউ কিনলেন ৩০ লাখের পার্স। দশ-বিশ লাখের জুতাও কেনেন অনেকে। গাড়ি-বাড়ির কথা তো নাই বললাম। কিন্তু সেই বিপুল ব্যয়ের অর্থ আসে কোথা থেকে?
মূলত টেলিভিশনের বিভিন্ন রিয়েলিটি শো থেকেই কোটি কোটি টাকা উপার্জন করেন বলিউড তারকারা। হিসেব করে দেখা গেছে, টেলিভিশন থেকে তাদের আয়ের অংক এতটাই বেশি যে, বছরে একটি সিনেমাও না করলে চলে। বলিউড তারকারা কে কত টাকা আয় করেন রিয়েলিটি শো থেকে চলুন জেনে নেওয়া যাক—
রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে প্রথমেই বলতে হয় শিল্পা শেঠির কথা। নব্বই দশকের এই অভিনেত্রীকে বিচারকের ভূমিকায় দেখা গেছে তিনটি নাচের প্রতিযোগিতায়। এর মধ্যে ‘সুপার ডান্সার’র একটি সিজনের জন্য শিল্পা ১৪ কোটি ভারতীয় রুপি নিয়েছিলেন।
দুর্দান্ত ফিচার নিয়ে বাজারে ওয়ালটনের প্রিমো এসএইট
নাচের কথা উঠলই যখন, তখন ধাক ধাক গার্ল মাধুরী দীক্ষিতের প্রসঙ্গও আসে। মাধুরী পুরো সিজনের পারিশ্রমিক নেন না। মাঝে মাঝে তার দেখা পেতে পর্ব পিছু ১ কোটি খরচ করেন রিয়েলিটি শোয়ের প্রযোজকেরা। নাচের অনুষ্ঠানসহ বেশ কয়েকটি রিয়েলিটি শোয়ের বিচারক হয়েছিলেন করণ জোহার। ‘ঝলক দিখলা যা’র জন্য পারিশ্রমিক নিয়েছিলেন ১০ কোটি।
অমিতাভ বচ্চন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রথম সিজনে প্রতি পর্বে ২৫ লাখ রুপি পারিশ্রমিক নিতেন। ১১তম সিজনে দর অনেকটাই বেড়েছে। এখন প্রতি পর্বে সাড়ে তিন কোটি নেন বলিউডের ‘অ্যাংরি ইয়ংম্যান’।
‘বিগবস’ আর সালমন খান এখন প্রায় সমার্থক। শুরুতে প্রতি পর্বে ‘বিগবস’র মঞ্চে উঠতে সাড়ে ছয় কোটি নিতেন বলিউড ভাইজান। পরে তা বেড়ে সাড়ে আট কোটি হয়। এখন অবশ্য আর অত হিসেব করেন না। সিজন পিছু ২০০ কোটি নেন সাল্লু ভাই।
পারিশ্রমিকের নিরিখে সালমানের কাছাকাছি হৃতিক রোশন। একবারই একটি নাচের রিয়েলিটি শোয়ের বিচারক হয়েছিলেন। একটি সিজনের জন্য ১১২ কোটি টাকা নিয়েছিলেন হৃতিক। ‘ঝলক দিখলা যা’র আরেক তারকা বিচারক ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। তিনি পর্ব পিছু সোয়া এক কোটি নিতেন।
‘নাচ বালিয়ে’র অষ্টম সিজনের বিচারক সোনাক্ষী। প্রতি পর্বের পারিশ্রমিক নিয়েছিলেন এক কোটি ভারতীয় রুপি। কমেডি শোয়ের পরিচিত মুখ অর্চনা পূরণ সিং। ‘কমেডি সার্কাস’র প্রতি সিজনে ২ কোটি নিতেন অর্চনা। আর কপিল শর্মাকে পেতে হলে পর্ব প্রতি গুনতে হতো ১০ লাখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।