টলিউডের পাওয়ার কাপল রুক্মিণী মৈত্র ও দেব। এদিকে বড় পর্দায় নটী বিনোদিনীর জীবনী নিয়ে রুক্মিণী মৈত্র অভিনীত সিনেমা বক্স অফিসে মুক্তি পেতে চলেছে। সুদীপ্তা চক্রবর্তীর কাছে দীর্ঘদিন চর্চা করে এই চরিত্র তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন।
একই সঙ্গে তিনি ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করেছিলেন যাতে নটী বিনোদিনীর স্মৃতি ধন্য স্টার থিয়েটারের নাম বদলে তার নামে রাখা যায়। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সেই অনুরোধ রেখেছেন।
এরপরই এই সুখবর প্রকাশ্যে আসতেই রুক্মিণী সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে লেখেন, ‘অনেক ধন্যবাদ। আমি খুশি যে আমি আমার কথা রাখতে পেরেছি। আমি দিদির (মমতার) কাছে কৃতজ্ঞ যে উনি এটা করতে রাজি হয়েছেন। আমি ওর কাছে চিরঋণী হয়ে থাকব। ১৪১ বছর পর বছর এল।’
রুক্মিণী মৈত্রর এই টুইট রিটুইট করেন দেব। প্রেমিকার গর্বে গর্বিত অভিনেতা তার প্রশংসা করে লেখেন, ‘খুব গর্বিত তোমায় নিয়ে এটা করতে পারার জন্য। তুমি আমাদের সবাইকে গর্বিত করেছ। আমার বিনোদিনী ইতিহাস গড়ল।’
এদিন দেবের এই টুইট আবার রিটুইট করেন রুক্মিণী মৈত্র। তিনি তার পোস্টে লেখেন, ‘ধন্যবাদ দেব আমার উপর সবসময় বিশ্বাস রাখার জন্য।’
প্রসঙ্গত, চলতি মাসের ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখার্জি। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।