চলতি মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। কিছু দিন আগেই ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের নাম ঘোষণা করেছে বিসিবি।

এরপর থেকেই আশরাফুলকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন পেসার রুবেল হোসেন। তার জবাবে কোনো বিদ্বেষ ছড়াননি আশরাফুল। অনেকটা রুবেলের কাঁটার বিপরীতে ফুল দিয়েছেন আশরাফুল।
আশরাফুলকে ব্যাটিং কোচ ঘোষণা করার পর এক ফেসবুক পোস্টে রুবেল লেখেন, ‘দায় মুক্ত হলো ক্রিকেট বোর্ড।’ আশরাফুলকে ইঙ্গিত করে আরেকটি পোস্টে এই পেসার লেখান, ‘যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা। সময় সত্যিই অদ্ভুত! যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ তারা উদাহরণ দিতে এসেছে। শুনুন, নামের পাশে ‘কোচ’ লেখা মানে দায়িত্ব, গর্ব না।’
আশরাফুলকে কটাক্ষ করে এমন পোস্ট ভালোভাবে নেয়নি নেটিজেনরা। সেই পোস্টে মন্তব্যের ঘরে রুবেলকে ধুয়ে দেন অনেকে। তবে রুবেলে মন্তব্য নিয়ে চিন্তা করছেন না আশরাফুল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিসিবিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুল বলেন, ‘যার যার ব্যক্তিগত মতামত দিতেই পারে। এটা নিয়ে আমার বলার কিছুই নেই। সে (রুবেল) আমার অধীনে খেলেছে। আমি তখন অধিনায়ক ছিলাম। সে মানুষ হিসেবেও ভালো। ওর মন্তব্য নিয়ে আমার কিছু বলার নেই। আপনি সেটাই করতে যান না কেন, চাপ থাকবেই। ভালো ফলাফলের জন্য কাজ করতে গেলে আপনাকে চাপ সহ্য করতেই হবে।’
তিনি আর বলেন, ‘আমি যেহেতু ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, তাই অনেক চাপ সহ্য করার অভিজ্ঞতা আছে আমার। আমার লাইফে যে ঘটনা ঘটেছিল সেটা থেকেও কিন্তু ফিরে এসেছি। তাই এটা নিয়ে আসলে আমি এত চিন্তিত না। আমি যেটাই করি, অনেস্টলি করার চেষ্টা করি। আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি। এবারও সেটাই চেষ্টা করবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



