বিনোদন ডেস্ক : যার সঙ্গে এতদিন রুম শেয়ার করে ছিলেন, সেই মেরে নাক-মুখ ফাটিয়ে দিল নপ্রিয় হিন্দি ধারাবাহিক অভিনেত্রী নলিনি নেগীর। ফ্ল্যাট ছেড়ে দিতে বলাতেই রুমমেট তাকে মারধর করেছেন বলে অভিনেত্রীর অভিযোগ। রুমমেটের মাও তাকে গ্লাস ছুড়ে মেরেছেন। মারের চোটে অজ্ঞান হয়ে যান নলিনী। এরপর জ্ঞান ফিরলে রুমমেট এবং তার মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে এফআইআর দায়ের করেছেন এই নায়িকা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, টেলি অভিনেত্রী নলিনির ওশিওয়াড়ার ফ্ল্যাটে থাকতেন প্রীতি রানা নামের তারই এক বন্ধু। মুম্বাইতে প্রীতি যখন বাসা ভাড়া করতে পারছিলেন না, সেই সময় নলিনি তাকে থাকার জায়গা দেন। সেই থেকে নলিনির ২ কামরার ফ্ল্যাটে থাকতে শুরু করেন প্রীতি। বেশ কয়েক বছর নলিনির ফ্ল্যাটে থাকার পরও প্রীতি সেখান থেকে যাওয়ার নাম করছিলেন না। সম্প্রতি নলিনির এক বন্ধু সেখানে থাকার জন্য আসেন। এরপর প্রীতিকে সেখান থেকে চলে যেতে বলেন নলিনি।
অভিনেত্রীর দাবি, চলে যেতে বলাতেই ক্ষেপে যান প্রীতি। গত বুধবার প্রথমে নলিনির সঙ্গে রীতিমতো ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি। এরপর সেখানে এসে হাজির হন প্রীতির মা। কথা কাটাকাটির পর প্রীতির মা নলিনিকে গ্লাস ছুড়ে মারেন। আঘাত পেয়ে নলিনি অজ্ঞান হয়ে পড়েন। শুধু তাই নয়, প্রীতি এবং তার মা বন্ধুর সামনেই নলিনিকে বেদম মারধর করেন। সেইসঙ্গে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করেত শুরু করেন। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন নলিনী। জ্ঞান ফিরলে সোজা চলে যান পুলিশে অভিযোগ জানাতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।