রুশ-ইউক্রেনীয় সেনার আলিঙ্গনের ছবি নিয়ে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক : একে অপরকে গভীরভাবে আলিঙ্গন করছেন একজন রুশ ও একজন ইউক্রেনীয় সেনা। অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি দেয়ালে এমন একটি ছবি ফুটিয়ে তুলেছেন দেশটির চিত্রশিল্পী পিটার সিটন। আর সেই ছবিটিকে ঘিরেই শুরু হয়েছে তোলপাড়। ইউক্রেনের তরফ থেকে ছবিতে নিয়ে ব্যক্ত করা হয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতীকী ছবি

ক্ষোভের মুখে ছবিটি সরিয়ে ফেলছেন পিটার। এ ব্যাপারে তিনি বলেন, তিন তলা উচ্চতার ম্যুরালটি শান্তির বার্তা হিসেবে তৈরি করা হয়েছিল।

তবে ইউক্রেনীয়দের ক্ষোভের পরে, সোমবারের মধ্যে এটি মুছে ফেলতে চেয়েছেন তিনি।

এ ব্যাপারে অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যাসিল মাইরোশনিচেঙ্কো বলেন, ছবিটি ‘সমগ্র ইউক্রেনীয়দের জন্য আপত্তিকর’। ছবিটি অপসারণের আহ্বানও জানিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ান ফেডারেশন অব ইউক্রেনীয় সংস্থায় কর্মরত স্টেফান রোমানিউ ছবিটিকে একজন ধর্ষকের একজন ভিকটিমকে আলিঙ্গন করার সঙ্গে তুলনা করেছেন।