আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলা গড়িয়েছে ষষ্ঠ দিনে। রুশ সামরিক বাহিনীর ব্যাপক হামলায় দেশটির অনেক এলাকাই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
এরই মধ্যে ইউক্রেনে হামলা চালানোর রুশ বাহিনীর একটি ট্যাংক ছিনিয়ে নিয়েছেন এক কৃষক।
ব্রিটেনের রাজনীতিক জনি মার্সার তার টুইটারে এমনই এক ভিডিও শেয়ার করেছেন। এরপরেই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন ফেলেছে।
ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি একটি সামরিক ট্যাঙ্ককে ট্রাক্টরের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন। আর ট্যাংকের পেছনে আরেকজন দৌঁড়াচ্ছেন।
দাবি করা হচ্ছে, রুশ বাহিনীর ফেলে যাওয়া ওই ট্যাংক চুরি করছেন স্থানীয় এক কৃষক।
তবে ইউক্রেনের কোন অঞ্চলে এ ঘটনাটি ঘটেছে তা অবশ্য জানা যায়নি।
এদিকে ট্যাংকের ধরন দেখে অনেকে বলেছেন, এটি এমটি-এলবি ট্যাংক। সোভিয়েত যুগের।
কত দিন ইউক্রেনে সামরিক অভিযান চালাবে জানাল রাশিয়া
প্রসঙ্গত, রাশিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপরই ইউক্রেনের দক্ষিণে সামরিক অভিযানে ঝাঁপিয়ে পড়ে প্রস্তুত থাকা রুশ সেনারা।
সূত্র: এবিপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।