রুশ ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরি জব্দ করল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার এক ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরি জব্দ করেছে জার্মান কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। এ ইয়টের দাম প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। এটির মালিক রুশ বিলিয়নিয়ার আলিশার উসমানভ। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, হামবুর্গ থেকে জার্মান কর্তৃপক্ষ উসমানভের বিলাসবহুল ইয়টি জব্দ করে। এতে বলা হয়, ৫১২ ফুটের (১৫৬ মিটার) ওই ইয়টের নাম … Continue reading রুশ ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরি জব্দ করল জার্মানি