Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: কানাডা সকল রুশ বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার জবাবে রোববার অটোয়া এ পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলেও জানানো হয়েছে।

দিনের শুরুতেই এ ঘোষণা দিয়ে পরিবহনমন্ত্রী ওমর আলঘাবরা বলেন, বিনা উস্কানীতে ইউক্রেনে হামলার জন্য আমরা রাশিয়াকে দায়ী করবো।
কানডার পরিবহন মন্ত্রণালয়ের নারী মুখপাত্র ভ্যালেরি গ্লেজার জানান, রাশিয়ার মালিকানাধীন, ভাড়া করা কিংবা ব্যক্তিগত যে কোন বিমানের জন্যই কানাডার আকাশ সীমা বন্ধ থাকবে।
এর আগে জার্মানী, ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম, অষ্ট্রিয়া, নেদারল্যান্ডস ও সুইডেন একই পদক্ষেপ নিয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।