আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের মধ্যে ফোনালাপ হয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চ পর্যায়ের দুই নেতার মধ্যে দ্বিতীয়বার বিরল আলোচনা এটি।
দুই দেশের পক্ষ থেকেই জানানো হয়েছে, শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন টেলিফোনে কথা বলেছেন। উভয়পক্ষই জানিয়েছে, ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
১৩ মের পর তারা প্রথমবার ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।
তবে গতকালের ফোনালাপে তাদের ঠিক কী কথা হয়েছে, সে ব্যাপারে নির্দিষ্টভাবে কোনো তথ্য দেওয়া হয়নি। উভয় পক্ষ শুধু জানিয়েছে, তারা ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করেছেন।
পেন্টাগন জানিয়েছে, শোইগুর সঙ্গে আলোচনার সময় লয়েড অস্টিন ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় উভয় দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা চালু রাখার বিষয়ে জোর দিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের বর্তমান অবস্থা এবং বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে চলমান প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে।
চলতি বছরের ১৩ মে তাদের মধ্যে আলোচনা হয়েছিল। সে সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রুশ প্রতিরক্ষামন্ত্রীকে অবিলম্বে ইউক্রেনে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছিলেন।
সূত্র: বিবিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।