আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে পৌঁছেছে রাশিয়ার তৈরি দুটি সুখোই-৩০ যুদ্ধবিমান। ২০২২ সালে হওয়া এক চুক্তিতে রাশিয়ার কাছ থেকে ছয়টি সুখোই-৩০ কেনে মিয়ানমার। যার প্রথম চালান বুঝে পাওয়ার কথা রোববার জানিয়েছেন মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী চার্লি থান।
ইস্ট ইকোনোমিক ফোরাম এ দুই দেশের মধ্যে আরো কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে বলে রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে জানিয়েছেন তিনি।
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এভাবে জান্তা বাহিনীকে সমরাস্ত্র সরবরাহ করে রাশিয়া দেশটিতে সহিংসতা উসকে দিচ্ছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, এটা ‘অগ্রহণযোগ্য’ এবং এর ফলে মিয়ানমারে বিপর্যয় নেমে আসতে পারে।
ক্ষমতা দখলের পর মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংকে প্রায়ই রাশিয়া সফর করতে দেখা যায়।
সংবাদসূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।