হাজার হাজার রুশ সেনাকে ঘিরে ফেলেছে ইউক্রেন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : পূর্বাঞ্চলীয় লিম্যান শহরে হাজার হাজার রুশ সেনাকে ঘিরে ফেলেছে ইউক্রেনের সেনাবাহিনী। এই অঞ্চল রুশ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। ইউক্রেনের বাহিনী এতে অভিযান অব্যাহত রেখেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র এসব দাবি করেছেন। শনিবার (১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, লিম্যান শহরে ৫ হাজার ৫০০ এর বেশি রুশ সেনাকে ঘিরে ফেলেছে সেনাবাহিনী। গত মে মাসে রুশ বাহিনী এই শহর দখলে নেয়। এরপর থেকে রুশ বাহিনীর কাছে এটি গুরুত্বপূর্ণ পরিবহন এবং ‘লজিস্টিক হাব’ হিসেবে কাজ করে আসছিল।

এদিকে বিবিসি বলছে, লিম্যানে ইউক্রেনের পতাকা উড়তে দেখা গেছে। এই নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। তাতে শহরটির প্রবেশমুখে সেনারা তাদের পতাকা উড়াচ্ছেন। তবে এই ভিডিও-এর সত্যতা বিবিসির পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে শহরটি এখন পুরোপুরি পুনর্দখল করা সম্পর্কে ইউক্রেনের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

লাইমান শহরটি ইউক্রেনের প্রধান টার্গেট কেন?