জুমবাংলা ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সংবাদ প্রকাশকে জেরে সোহেল কিরণ (৩৩) নামের বাংলা টিভির সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কলি বাহিনীর বিরুদ্ধে। মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত কলি বাহিনী ও তার লোকজন।
সোহেল বাংলা টিভির রূপগঞ্জ প্রতিনিধি। তিনি উপজেলার কাঞ্চন এলাকার বাসিন্দা।
আহত সাংবাদিক সোহেল কিরনের ছোট ভাই সাহেল মাহমুদ জানান, রাতে তারাবির নামাজ শেষে কাঞ্চন বাজারে সোহেল তাঁর বন্ধুদের নিয়ে চা পান করছিলেন । এ সময় কলি বাহিনীর আফজালের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে সোহেলকে কুপিয়ে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় সোহেলকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
সাহেল অভিযোগ করে আরো বলেন, এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, জমি দখল ও মাদক কারবারে জড়িত কলি বাহিনী। তাদের অপকর্ম নিয়ে একের পর এক সংবাদ প্রকাশ করায় তারা আমার ভাইকে হত্যার চেষ্টা চালায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, কলি বাহিনীর আফজালসহ হামলাকারীদের গ্রেপ্তারের পুলিশ কাজ করছে। ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।