জুমবাংলা ডেস্ক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ২৪ কাঠা জমির ওপর নির্মিত ডুপ্লেক্স বাড়িটি প্রশাসনের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। আজ শনিবার (৬ জুলাই) বিকাল ৪টায় আদালতের নির্দেশে বাড়িটির গেটে ক্রোকের বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়।
এর আগে রূপগঞ্জে শহর থেকে এই বাংলো বাড়িতে আসেন জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) নারায়ণগঞ্জের কর্মকর্তারা। দুদক নারায়ণগঞ্জের কার্যালয়ের উপ-পরিচালক মইনুল হাসান রওশানী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ক্রোকের খবরেও বাসা ত্যাগ করেননি বাংলো বাড়ির কেয়ারটেকার। ভেতরে পোষা দুটি কুকুর জটলা দেখলেই চিৎকার করে এগিয়ে আসছে। অনুমতি না থাকায় বাড়ির ভেতরে এখনও কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকায় আনন্দ হাউজিং সোসাইটিতে কৃত্রিম লেকের পাশে ২৪ কাঠা জায়গার ওপর নির্মাণ করা হয়েছে লাল রঙের আলিশান বাংলো বাড়ি। বেনজীর মাঝেমধ্যেই এ বাড়িতে আসতেন, রাত্রিযাপনও করতেন। বাংলো বাড়িটিতে সার্বক্ষণিক নিরাপত্তায় কেয়ারটেকারের পাশাপাশি দুটি কুকুরও রাখা হয়। আদালতের নির্দেশে এ বাড়িতে সাইনবোর্ড টাঙ্গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাঁটানো হবে।
বেনজীর প্রায় আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ১ কোটি ৮৩ লাখ টাকায় জায়গা কেনেন। ২০২২ সালে এই জমিতে ওই বাড়ি করেন তিনি।
গত ১২ জুন আদালতের আদেশে তৃতীয় দফায় জব্দ করা হয় বেনজীর আহমেদের আরও বিপুল পরিমাণ সম্পদ। যেই তালিকায় রয়েছে রূপগঞ্জের আনন্দ হাউজিংয়ে অবস্থিত এই বাংলো বাড়িটি। বলা হচ্ছে, বাড়িটির মূল্য প্রায় ১০ কোটি টাকা।
চট্টগ্রামে চিকিৎসকদের সঙ্গে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মতবিনিময় অনুষ্ঠিত
এর আগে বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন এলাকায় থাকা বিপুল পরিমাণ ‘অবৈধ সম্পদ’ জব্দ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গোপালগঞ্জে বিশাল এলাকাজুড়ে রিসোর্ট, রাজধানীর গুলশানে ১০ হাজার বর্গফুটের ডুপ্লেক্স ফ্ল্যাট (চারটি ফ্ল্যাট একসঙ্গে), বান্দরবানে ২৫ একর বাগানবাড়িতে রিসিভার নিয়োগ দিয়ে তত্ত্বাবধানে নেওয়া হয়। এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ২৪ কাঠা জমির ওপর বেনজীরের দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটিও প্রশাসনের তত্ত্বাবধানে নেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।