Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home রূপগঞ্জ ট্রাজেডি: সজিব গ্রুপের মালিকসহ যাদের বিরুদ্ধে হ’ত্যা মামলা দায়ের
    জাতীয়

    রূপগঞ্জ ট্রাজেডি: সজিব গ্রুপের মালিকসহ যাদের বিরুদ্ধে হ’ত্যা মামলা দায়ের

    Sibbir OsmanJuly 10, 20215 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: নারায়নগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক প্রাণহানির ঘটনায় কারখানা মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। কারখানার মালিকপক্ষের ৮ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

    শনিবার (১০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

    তিনি বলেন, রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হয়েছে। সজীব গ্রুপের মালিক হাসেম ও সিইওসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্তে মালিক পক্ষের বেশি কিছু গাফিলতি ও অনিয়ম পাওয়া যায়। যে কারণে সেজান জুস কারখানার অর্ধশতাধিক শ্রমিকদের প্রাণ অকালেই ঝরে যায়! মালিকপক্ষের গাফিলতি এবং অনিয়ম না থাকলে এমন ভয়াবহ রকমের দূর্ঘটনা হতো না। এমন পরিস্থিতিতে মালিকপক্ষের বিরুদ্ধে হত্যার অভিযোগসহ আরও কিছু অভিযোগ উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশের ভাষ্য অনুযায়ী উল্লেখিত মামলায় মালিকপক্ষের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে- মানুষ হত্যা, কারখানায় পর্যাপ্ত ফায়ার ফাইটিং ব্যবস্থা না থাকা, ইমারজেন্সি এক্সিটের ব্যবস্থা না থাকা, ভবনে অনুমোদিত ফ্লোর সাইজ যা থাকার কথা ছিলো তার চেয়েও বড় সাইজের ফ্লোর করে তা ব্যবহার করা এবং কারখানায় শিশু শ্রম করানো, ইত্যাদি।

       

    এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ দুপুরে রূপগঞ্জে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের বলেন, এই ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ পুলিশ বাদি হয়ে উল্লেখিত মামলাটি দায়ের করে। যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাদের মধ্যে রয়েছে- সজিব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসেমের (৭০) এবং গ্রুপের সিইও শাহানশাহ আজাদ। আসামিদের মধ্যে হাসেমের ৪ ছেলেও রয়েছেন, তারা হলেন- হাসীব বিন হাসেম (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩) এবং তানজিম ইব্রাহীম (২১)। তারা সবাই কোম্পানির পরিচালক।

    এছাড়াও আসামি করা হয়েছে সজিব গ্রুপের আওতাধীন হাসেম ফুডসের উপ-মহাব্যবস্থাপক মামনুর রশীদ এবং প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা প্রকৌশলী মো. সালাউদ্দিনকে।

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুডস কারখানায় সিজান জুস, নসিলা, ট্যাং, কুলসন ম্যাকারনি, বোর্নভিটার মতো জনপ্রিয় সব খাদ্যপণ্য তৈরি হত।

    অগ্নিকাণ্ডের পর সেখানে ত্রুটিপূর্ণ অগ্নিনির্বাপন ব্যবস্থা, জরুরি নির্গমন পথে তালা লাগানোর বিষয়টি প্রকাশ পায়। কারখানাটিতে শিশু শ্রমিক ব্যবহারের বিষয়টিও হয় প্রকাশ্য।

    পুলিশের এক কর্মকর্তা জানিয়েছিলেন, মামলায় দণ্ডবিধির ৩০৪, ৩০৪ (ক), ৩০৭, ধারাগুলো আসতে পারে। এসব ধারায় অবহেলাজনিত হত্যার বিষয়গুলো রয়েছে।

    মামলার আগে সকালেই পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছিলেন, কারখানা সংশ্লিষ্টরা নজরদারীর মধ্যে রয়েছেন।

    সজীব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসেম অবশ্য অর্ধশত মৃত্যুর দায় নিতে নারাজ।

    তিনি অগ্নিকাণ্ডের পর শুক্রবার গণমাধ্যমের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘এই কারখানা কম্পাউন্ডে আমরা ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছি। দুই হাজারের বেশি শ্রমিকের সেখানে কর্মসংস্থান হয়েছে। নিয়মকানুন মেনেই আমরা ব্যবসা করছি। কিন্তু শেষ জীবনে এসে বড় পরীক্ষার মুখে ফেলে দিল এই অগ্নিকাণ্ড।’

    এক সময় আমদানি করা পণ্য বিপণনের ব্যবসায় যুক্ত থাকলেও ২০০০ সালে নারায়ণগঞ্জে কারখানা স্থাপনের মাধ্যমে নিজস্ব উৎপাদন ব্যবস্থা শুরু করে সজীব গ্রুপ। সিজান, সজীব, কুলসন, নসিলাসহ ১১টি ব্র্যান্ড নামে বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে তাদের।

    কোম্পানির চেয়ারম্যান ও এমডি হলেন আবুল হাসেম। তার ছেলে হাসীব বিন হাসেম উপ ব্যবস্থাপনা পরিচালক। অন্য ছেলেরা পরিচালক।

    রূপগঞ্জের কম্পাউন্ডে যে ভবনটিতে আগুন লেগেছে, সেটি নির্মাণ করা হয় ৪ বছর আগে। পুরো কম্পাউন্ডের সবগুলো ইউনিট মিলিয়ে আগে প্রতি শিফটে ৭০০ শ্রমিক কাজ করেলেও লকডাউনের মধ্যে কর্মী সংখ্যা ‘কম ছিল’ বলে চেয়ারম্যানের ভাষ্য।

    গত বৃহস্পতিবার (০৮ জুলাই) আগুন লাগার পর ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেছিলেন, ‘ভবনটির যে আয়তন, তাতে ৫টি সিঁড়ি থাকা দরকার ছিল। অথচ আমরা পেলাম মাত্র দুটি এক্সিট। এর মধ্যে প্রথম এক্সিট ছিল আগুনের মধ্যে। শুরুতেই সেটি বন্ধ হয়ে যায়। ফলে সেখানে কেউ যেতে পারেনি।’

    ভবনটিতে ফায়ার সেইফটি ইকুইপমেন্ট কী কী দেখেছেন এবং তা পর্যাপ্ত ছিল কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, এখন পর্যন্ত তেমন কিছু দেখতে পাইনি। সেরকম কোনো বিষয় চোখে পড়েনি।’

    আজ শনিবার (১০ জুলাই) ডিআইজি হাবিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ১৯। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা লোকজনকে আসামি করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

    একই দিন হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ওই কারখানাটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    তিনি বলেন, কারখানার আগুনের ঘটনায় মামলা হবে। তদন্ত করে দোষীদের বিচার হবে। ইতোমধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গাফিলতি বিন্দুমাত্র থাকলে কারও ছাড় নেই। ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মান্তিক। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত করছি এবং আশা করছি যারা অসুস্থ তারা ফিরে আসবেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ৩ টি তদন্ত কমিটি হয়েছে। তদন্তের পরই বলা যাবে কার দোষ কতটুকু। কিন্তু তদন্তে কারো নির্মাণ ত্রুটি, শ্রমিক পরিচালনায় ত্রুটি বা কেউ যদি সামান্য ভুলও করে থাকেন তবে তাকে ছাড় দেওয়া হবে না। এ সময় শিশুশ্রম নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে সেটি বেরিয়ে আসলে অবশ্যই বিচার হবে।

    শ্রমিকরা ছাদে তালাবন্ধ ছিল এমন অভিযোগ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, তদন্তে সামান্যতম ত্রুটি বা গাফিলতি যদি পাওয়া যায় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে কারখানার মালিক বর্তমানে কোথায় রয়েছেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করেছি।

    প্রসঙ্গত, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় বৃহস্পতিবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। কারখানার ৬ তলা ভবনটিতে তখন প্রায় চারশ’র বেশি কর্মী কাজ করছিলেন। কারখানায় প্লাস্টিক, কাগজসহ মোড়কীকরণের প্রচুর সরঞ্জাম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে সব ফ্লোরে।

    কারখানার সিঁড়ির দরজা তালাবদ্ধ থাকায় মৃতের সংখ্যা এত বেশি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় কয়েকটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের ২০ ঘণ্টার বেশি সময় লাগে।

    খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাস্থল থেকে উদ্ধার ৫২ টি মরদেহ উদ্ধার করা হয়েছে, এরমধ্যে আগুন হতে বাঁচার আশায় ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারা যাওয়া ৩ জনের মরদেহ নারায়ণগঞ্জেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর দগ্ধ ৪৯টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে পোড়া ৪৯ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। এরমধ্যে ১২টি মরদেহের এখন পর্যন্ত ২৫টির দাবিদার পরিবার পাওয়া গেছে। যে জটিলতায় স্বজনদের সঙ্গে মরদেহের ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে ফরেনসিক বিভাগ। এই ডিএনএ টেস্ট শেষে বোঝা যাবে আসলে কোন পরিবার কোন মরদেহটি পাবে। শুক্রবার (৯ জুলাই) রাতেই ৪৯টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা।

    এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী। তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবার ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবে। এছাড়াও আহতরা পাবে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

    মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ জানা গেল

    November 5, 2025
    সেনাসদর

    নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে : সেনাসদর

    November 5, 2025
    Super Moon

    বছরের সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ

    November 5, 2025
    সর্বশেষ খবর
    মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

    মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ জানা গেল

    সেনাসদর

    নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে : সেনাসদর

    Super Moon

    বছরের সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ

    অ্যাটর্নি জেনারেলের

    পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

    EDUCATION

    বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য সুখবর

    অসুস্থ ঘোড়া উদ্ধার

    গাজীপুরে ৩৭টি অসুস্থ ঘোড়া উদ্ধার, ৫ মণ মাংস জব্দ

    ঝড়বৃষ্টির আভাস

    সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস

    বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫

    ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

    গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

    গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

    ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : ড. জালাল

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.