আন্তর্জাতিক ডেস্ক : বিলাসবহুল জীবনযাপনের জন্য দুবাইয়ের খ্যাতি ব্যয়বহুল। কিন্তু একজন নারী বাসিন্দার মেকআপের খরচ শুনলে যে কারও মাথা ঘুরতে পারে। ওই নারীর নাম লিন্ডা অ্যান্ড্রে। তিনি নিজেকে ‘সৌন্দর্য প্রেমী’ বলতে পছন্দ করেন। সৌন্দর্যের পেছনে মাসে ২০ হাজার দিরহাম খরচ করেন এই নারী। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা। খবর খালিজ টাইমসের।
প্রতিবেদনে বলা হয়, লিন্ডার মাসিক মেকআপ খরচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ২৩ বছর বয়সী টিকটকার চুলের সৌন্দর্যের জন্য ৫ হাজার দিরহাম, স্ক্রিন ও মেকআপে ৭ হাজার ৫০০ দিরহাম এবং প্রশিক্ষণের জন্য ৭ হাজার দিরহাম ব্যয় করেন।
এছাড়া শরীরে বিভিন্ন ধরনের ট্যাটু করার জন্য তিনি ৫ হাজার দিরহাম খরচ করেন। এখানেই শেষ নয়। তার খাবারেও রয়েছে রাজকীয় ছোঁয়া। তাকে যে খাবার পরিবেশন করা হয় তার দাম ১ হাজার দিরহাম। এছাড়া নখ পরিষ্কার রাখতে খরচ হয় ৬ হাজার দিরহাম।
জামাকাপড়ের জন্য তার মাসিক খরচ প্রায় ২ লক্ষ টাকা। তিনি এই কাজগুলো করেন আত্ম-প্রেম ও আত্মসম্মানের জায়গা থেকে। আত্মতৃপ্তির জন্য মাসে ২০ হাজার দিরহাম বা ৬ লাখ টাকা খরচ করাই তার জন্য যথেষ্ট নয়। আরও প্রয়োজন হলেও তিনি তা করবেন।
আমেরিকান এই তরুণী সৌন্দর্যচর্চার পাশাপাশি বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গে জড়িত। পেশা হিসেবে চিকিৎসা সেবা শুরু করেন। রমজান মাসে আরও বেশি করে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চান তিনি। লিন্ডা নাসিরুদ্দিন মূলত জর্ডানের বাসিন্দা।
জর্ডানে জন্ম হলেও দুই বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে ক্যালিফোর্নিয়ায় থাকতেন। জিম করতে যাওয়ার পর রিকি অ্যান্ড্রেরা নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। পরে তাকে বিয়ে করেন। তার স্বামী বহুমুখী ব্যবসার মালিক।
কিন্তু তার স্বামী বিপুল পরিমাণ অর্থ উপার্জন করলেও স্বামীর এক টাকাও খরচ করেন না তিনি। ২০২১ সালে যখন এই দম্পতি দুবাই গিয়েছিলেন, তখন তারা দেশের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। পরে তারা দুবাইতে বসবাস শুরু করেন।
আমেরিকান এই তরুণী এখন দুবাইয়ের একটি জনপ্রিয় টেলিভিশন শোতে অংশ নিতে চান যার নাম ‘রিয়েল হাওসওয়াইফ’। সেভাবেই তিনি নিজেকে প্রস্তুত করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।