লাইফস্টাইল ডেস্ক: প্রাকৃতিকভাবে চুল ও ত্বক সুন্দর রাখতে চাইলে গোলাপজল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। এতে থাকা ভিটামিন, প্রাকৃতিক চিনি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক রাখে উজ্জ্বল এবং চুল রাখে ঝলমলে।
- ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে গোলাপজল। তুলা গোলাপজলে ভিজিয়ে ত্বকে চেপে চেপে লাগান। শুকিয়ে নিন প্রাকৃতিকভাবে।
- ত্বককে শুষ্ক ও রুক্ষ হওয়ার হাত থেকে বাঁচায় গোলাপজল।
- ক্লান্ত চোখের যত্নে গোলাপজলে তুলা ভিজিয়ে চোখের উপর রেখে দিন। চোখের ফোলা ভাবও কমে যাবে।
- সমপরিমাণ গোলাপজল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ব্রণ দূর হবে।
- স্প্রে বোতলে গোলাপজল নিয়ে দিনে কয়েকবার স্প্রে করুন ত্বকে। বলিরেখাহীন সুন্দর ত্বক পাবেন নিয়মিত ব্যবহারে।
- শ্যাম্পু শেষে গোলাপজল দিয়ে চুল ধুয়ে নিন। চুল হবে উজ্জ্বল ও প্রাণবন্ত।
- ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে গোলাপজল।
- মুলতানি মাটির সঙ্গে পরিমান মতো গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের ভেতর থেকে ময়লা দূর করবে এই প্যাক।
- চুলে গোলাপজল স্প্রে করে আঁচড়ে নিন। লেপ্টে থাকা চুল হবে ঝলমলে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।