জুমবাংলা ডেস্ক : ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের ১২ জেলায় বন্যা হচ্ছে। প্রবল বন্যায় অন্তত ১৮ জন মারা গেছেন। আর ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫০ লাখ মানুষ। এ অবস্থায় বন্যা দুর্গত মানুষদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তার অংশ হিসেবে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি বন্যার্তদের সহায়তায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।
রূপালী ব্যাংকের জনসংযোগ দপ্তর জানিয়েছে, যেকোনো দুর্যোগে রূপালী ব্যাংক মানুষের পাশে দাঁড়ায়। তার অংশ হিসেবে বন্যার্তদের জন্য এই অনুদান প্রদান করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।