জুমবাংলা ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির আগের হিসাব বছরের তুলনায় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ২৬২ শতাংশ। ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বর তিন মাসে ব্যাংকটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ১৩ পয়সা যা গত বছরের একই সময়ে ইপিএস ছিল মাইনাস ০৮ পয়সা।
এককভাবে আলোচ্য তিন মাসে ইপিএস হয়েছে ০৯ পয়সা যা গত বছরের একই সময়ে ছিল মাইনাস ১৬ পয়সা। ব্যাংকটি ২০২২ সালের সেপ্টেম্বরের প্রকাশিত প্রতিবেদনের ঋণাত্বক ৭০ টাকার ক্যাশ ফ্লো কাটিয়ে উঠে ১১৬.২৭ টাকা নেট অপারেটিং ক্যাশ ফ্লো অর্জন করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর প্রথম নয় মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল মাত্র ২০ পয়সা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৭৩ পয়সা।
এককভাবে প্রতিষ্ঠানটির প্রথম নয় মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ৭৬ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ০১ পয়সা।
১৯৮৬ সালে ব্যাংকটি পুজিবাজারে তালিকাভূক্ত হয়। সোমবার ব্যাংকটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৯ টাকা ১০ পয়সায়।
২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫.৮৯ টাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।