নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কর্মসংস্থান ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হককে নিয়োগ দিয়েছে সরকার।
আজ (৩০ মে) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
কাজী সানাউল হক কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের আগে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে কাজী সানাউল হক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, কর্মসংস্থান ব্যাংককে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে নিয়োগ প্রদানের নিমিত্তে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘কাজী সানাউল হকের রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে এ বিভাগকে অবহিত করার জন্যও অনুরোধ করা হলো।’
কাজী সানাউল হক চারটি আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষপদে দায়িত্বপালন ছাড়াও অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং রাকাবের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতাও রয়েছে তার। একজন সৎ ও দক্ষ ব্যাংকার হিসেবে ব্যাংক খাতে সানাউল হকের যথেষ্ট সুনাম রয়েছে।
নীলফামারী জেলায় জন্মগ্রহণকারী এই গুণী ব্যাংকারের পিতা একজন সাবেক মহকুমা জজ ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


