বিনোদন ডেস্ক: বলিউড ইন্ড্রাস্ট্রির প্রথমসারির নায়িকাদের একজন আলিয়া ভাট। মায়াবী আর মোহনীয় চেহারার অধিকারী না হলেও তার ত্বকের জেল্লা যেন ভুবনমাতানো। ত্বকের সৌন্দর্য রক্ষায় কী করেন আলিয়া, তা নিয়েই বিস্তারিত থাকছে আজকের আয়োজনে।
মেকআপ ছাড়া সুন্দরী নায়িকাদের একজন তিনি। মেকআপহীন হয়েও তিনি কতটা আকর্ষণীয়, তা আমরা তার ‘হাইওয়ে’ ফিল্মটিতেই দেখতে পেয়েছি। সুন্দর ত্বকের অধিকারী হওয়ায় যেকোনো ফিল্মের কাজেই তার সাজে বেশি মেকআপের উপস্থিতি তেমন একটা লক্ষ করা যায় না। আলিয়ার রূপের এই রহস্য কী? এ প্রশ্ন আলিয়ার সব ভক্তের মনেই উঁকি দেয়।
খুব ব্যস্ত অভিনেত্রী হওয়ায় রূপচর্চার জন্য তেমন একটা সময় পান না তিনি। তবে যতটুকু সময় পান, তা অবশ্যই কাজে লাগান ত্বকের যত্নে।
খুব তাড়াতাড়ি ত্বকের যত্ন নিতে নিজের মতো করেই ফেসপ্যাক বানিয়ে ফেলেন আলিয়া। বেশির ভাগ সময় মধু আর পেঁপে দিয়েই প্যাক বানান। সেই ফেসপ্যাক দিয়েই মুখ পরিষ্কার করেন বলিউড এই অভিনেত্রী।
চোখের যত্নও বিশেষভাবে নেন তিনি। চোখের নিচে যাতে ফোলা ভাব না দেখা দেয়, তাই নিয়মিত নাইট ক্রিম ব্যবহার করেন তিনি।
হঠাৎ কোথাও যেতে আলিয়া বাজার থেকে কেনা শিট মাস্ক ব্যবহার করেন। কয়েক দিন বাইরে ঘুরে ঘুরে কাজ করতে হলেও সেটিই হয় আলিয়ার সঙ্গী। তাতে কম সময়ে ত্বকের অনেকটা যত্ন নেওয়া যায় বলে তিনি মনে করেন। এতে অল্প সময়ে গ্লামারাস আর ফ্রেশ দেখায় ত্বককে।
নিজের ত্বক নিয়মিত ময়শ্চারাইজও করেন তিনি। ত্বকের জেল্লা বাড়াতে মাঝেমধ্যে উপটান ব্যবহার করেন। তবে দৈনন্দিনের রুটিনে কখনোই যেটি বাদ দেন না তিনি, তা হলো মুখের ম্যাসাজ।
ত্বক টানটান আর বলিরেখামুক্ত রাখতে ম্যাসাজ তার প্রথম পছন্দ। এর জন্য নিজের একটি ফেস ম্যাসাজ রোলার আছে তার। তা দিয়ে নিয়মিতই ম্যাসাজ করেন ত্বক। আর তার গুণেই বিনা মেকআপেও যেকোনো জায়গায় দিব্যি ঘুরে বেড়াতে পারেন বলিউডের বর্তমান জনপ্রিয় এই অভিনেত্রী।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।