রূপের ঝলক দেখিয়ে ঝড় তুললেন মনামী ঘোষ

মনামী ঘোষ

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী মনামী ঘোষ। সুন্দরী হোক কিংবা ফ্য়াশনিস্তা, নায়িকার নাম কিন্তু প্রথম সারিতে আসে। তাঁর রূপে এবং গুণে মুগ্ধ অনুরাগীরা। নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়ে বরাবরই নজর কাড়েন তিনি। সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাক্টিভ থাকেন মনামী। প্রায়শই নিজের ফটোশ্যুটের ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন।

মনামী ঘোষ

সম্প্রতি গাঢ় লাল ওয়ানপিসে নেটমাধ্যমে নজর কেড়েছেন মনামী। পায়ে লাল স্টিলেটো, লেদারের গাঢ় লাল রঙের শর্ট ড্রেস পরে নেটমাধ্যমে ঝড় তুলেছেন নায়িকা। মানামীর রূপের জাদুতে আট থেকে আশি মুগ্ধ। অভিনেত্রীকে বলিউডের জনপ্রিয় ছবি ‘কাভি খুশি কাভি গাম’ এর পু এর জনপ্রিয় ডায়ালগে এ ঠোঁট মেলাতে দেখা গিয়েছে।

https://www.instagram.com/p/CX_TPlcFtFa/

অপরদিকে, এ বছরের শুরুতে আরবাজ খানের এক শোতে সালমান খান ঘোষণা করেন যে ‘দাবাং ৪’ আসবে। তিনি তার জনপ্রিয় চরিত্র ‘ইন্সপেক্টর চুলবুল পান্ডে’ হয়ে ফিরবেন। তবে কবে শুটিং হবে তা নিশ্চিত করেননি।

সিনেমাতে সালমান খানকে ইন্সপেক্টর চুলবুল পান্ডে চরিত্রে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন সালমান। আর থাকবেন সোনাক্ষী সিনহাও।

তিনি আরও জানান, তিগমাংশু ধুলিয়া এক বছরেরও বেশি সময় ধরে ছবির স্ক্রিপ্টে কাজ করছেন। আশা করা হচ্ছে স্ক্রিপ্টটি সম্পূর্ণ হবে দ্রু। আগামী বছর সালমানকে তা দেখানো হবে। পছন্দ হলেই চুলবুল পান্ডে হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন ভাইজান।

এর আগে ২০১৯ সালে সর্বশেষ মুক্তি পায় তখন এ ফ্র্যাঞ্চাইজির সিনেমা ‘দাবাং থ্রি’। সিনেমাটি নিয়ে দর্শকের মাঝে মিশ্র অভিজ্ঞতা থাকলেও নতুন কিস্তির অপেক্ষায় আছেন দর্শক। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সালমান ভক্তরা ‘দাবাং ৪’ – এর দাবি তুলে থাকেন।

আসছে বছরে সালমান খান বেশ কিছু চমক নিয়ে আসবেন। যার মধ্যে রয়েছে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, ‘টাইগার ৩’, ‘নো এন্ট্রি ২’, ‘বজরঙ্গি ভাইজান ২’।