Advertisement
স্পোর্টস ডেস্ক : প্রথম নেপোলিয়ান হিসেবে আন্তর্জাতিক টি২০তে সেঞ্চুরির দেখা পায় অধিনায়ক পারাস খাড়কা। সিঙ্গাপুরে ত্রিদেশীয় আন্তর্জাতিক টি২০ সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে সেঞ্চুরি হাকান তিনি।
সিঙ্গাপুরের দেওয়া ১৫২ রান লক্ষ্যমাত্রা তাড়া করতে বেশি বেগ পেতে হয়নি খাড়কাদের। তার ব্যাটেই মাত্র ৫২ বলে উঠে আসে ১০৬ রান। এছাড়া অপরাজিত ছিলেন তিনি। পুরো ইনিংসে ৭টি চার ও ৯টি ছক্কা ছিলো তার।
গতকাল হাতে ২৪ বল রেখে ৯ উইকেটে একটি সহজ জয় তুলে নেয় নেপাল। সেই সঙ্গে ত্রিদেশীয় সিরিজে প্রথম জয়ের দেখা পেয়ে যায় তারা। ম্যাচ সেরাও হন খাড়কা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।