স্পোর্টস ডেস্ক: টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপে রেকর্ড টানা ৪বার শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। খেলার শেষ দিকে এমেরিক লাপোর্তে গোল করে পেপ গার্দিওলার শিষ্যদের চ্যাম্পিয়ন করান।
রবিবার (২৫ এপ্রিল) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেলে মুখোমুখি হয় দু’দল।
লিভারপুলের সমান টানা চারবার লিগ কাপের শিরোপা জিতে রেকর্ড স্পর্শ করল ম্যানসিটি। ১৯৮১ থেকে ১৯৮৪ পর্যন্ত টানা চারবার এই ট্রফির স্বাদ পেয়েছিল অলরেডরা। অন্যদিকে প্রতিযোগিতার সবচেয়ে বেশি আট শিরোপা জয়ের রেকর্ডেও লিভারপুলের পাশে বসলো সিটি।
এদিন খেলার ৮২তম মিনিটে জয়সূচক গোলটি করেন লাপোর্তে। বাঁ দিক থেকে কেভিন ডি ব্রুইনের ফ্রি কিকে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন এই ফরাসি ডিফেন্ডার। উল্লাসে মাতে সিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।