স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম হয়েছে আজও। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই নিলামের প্রথম দিনে দল পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, কেউ দলে ভেড়ায়নি স্টিভ স্মিথ-এউইন মরগানদের মতো তারকাদেরও। সেখানে চমক দেখিয়েছেন সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিড।
সোয়া আট কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভিড়িয়েছে টিম ডেভিডকে।
এই অলরাউন্ডারের জন্য আইপিএল অবশ্য নতুন নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এর আগেও তিনি খেলেছেন এই লিগে। বর্তমানে খেলছেন পিএসএলের দল মুলতান সুলতান্সের হয়ে। তা ছাড়া বিগ ব্যাশ-কাউন্টিতে নিয়মিত খেলেন তিনি।
সাকিব না পেলেও এবারের নিলামে প্রথম দিনেই দল পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। গত আসরে রাজস্থান রয়্যালসে খেলা ফিজের গন্তব্য এবার দিল্লি ক্যাপিটালস। ভিত্তিমূল্য দুই কোটি রুপিতেই ফিজকে দলে ভিড়িয়েছে তারা। নিলামে দিল্লিই প্রথমে বিড করে। তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।
পেসারদের শ্রেণিতে মুস্তাফিজের নাম উঠেছিল সবার পরে। যে কারণে এই বাঁহাতি পেসারকে নিয়ে কাড়াকাড়ি ছিল না। এই সুযোগে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতেই মুস্তাফিজকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিট্যালস। আইপিএলে এ নিয়ে চতুর্থ দলে খেলার স্বাদ পেতে যাচ্ছেন ফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসে খেলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।